চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ৭৩ জন। এর মধ্যে ২ হাজার ৪৩৪ জন বিভিন্ন উপজেলার এবং ৪ হাজার ৬৩৯ জন নগরীর বাসিন্দা। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৫ হাজার ৮১ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ১ লাখ ৬৩ হাজার ৬৩২ জন ও বিভিন্ন উপজেলার বান্দিা ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। তবে সরকারি নির্দেশনায় গত ২৫ এপ্রিল থেকে চট্টগ্রামসহ সারাদেশে বন্ধ রয়েছে এ কার্যক্রম। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ২ লাখ ৫৩ হাজার ২৫৩ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ২ লাখ ৫০৭ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।