চট্টগ্রামে দুই জনের বিরুদ্ধে প্রতারণার মামলা, তদন্তে সিআইডি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে এক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৮ আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলা গ্রহণ করে পুলিশের অপরাধ দমন সংস্থা সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছে।

মামলার আসামি হলেন জেনেসিস হোল্ডিং এন্ড টেকনোলজিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মহসিন চৌধুরী এবং শিব্বির আহম্মেদ রাশেদ। বাদী হিসেবে মামলা করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা হাজিপাড়ার বাসিন্দা প্রবাসী মোজাম্মেল হক, তিনি আহমেদ শুকুরের পুত্র।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত দুই সাংবাদিক নিজেদের চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের মালিকানাধীন কল্পলোক আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান জেনেসিস হোল্ডিং এন্ড টেকনোলজিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক হিসেবে পরিচয় দিয়ে প্রবাসী মোজাম্মেল হককে নানা প্রলোভন দেখান। পরবর্তীতে ডেভেলপার প্রতিষ্ঠানের পরিচালক করার আশ্বাস দিয়ে জাল কাগজপত্র তৈরি করে কয়েক দফায় নগদ এক কোটি টাকা নেন। কিন্তু পরে তাকে কোম্পানির পরিচালক কিংবা টাকা পরিশোধ না করে আত্মগোপন করেন।

এ ঘটনায় ফৌজদারী দন্ডবিধির ৪০৬/ ৪১৮/ ৪২০/ ৪২১/ ৪৬৫/ ৪৬৬/ ৪৬৮/ ৪৭১/ ৫০৬ ধারায় মামলা দায়ের হয়। আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট যীশু রায় চৌধুরী। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ে না পড়েও একজন আলেমের বিজ্ঞান চর্চা বিস্ময়কর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার