চট্টগ্রামে দিনদুপুরে ৩ বছরের শিশুকে চুরি

| সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন বছরের এক ছেলে শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টার বায়েজিদ বোস্তামী থানাধীন মুয়াজ্জিন নগর পলিটেকনিক এলাকার একটি বাসা থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

অপহৃত শিশু তাহসিন (০৩) ওই এলাকার চাকরিজীবী টুটুলের ছেলে। কান্নাজনিত কন্ঠে শিশুর বাবা টুটুল দৈনিক আজাদীকে এ কথা জানান।

তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে তার শিশু সন্তান তাহসিন ঘরের সামনেই খেলা করছিলো। এর কিছুক্ষণ পরে থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

তবে দৈনিক আজাদীর হাতে আসা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় শিশুটিকে বোরকা পরিহিত এক নারী নিয়ে যাচ্ছে। তবে ওই নারী কে সেটি এখনো জানা যায়নি। পরিবারের দাবি ওই নারীই তাদের একমাত্র শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে বাবা টুটুল একমাত্র শিশুকে হারিয়ে পাগল প্রায়। বার বার হচ্ছে অজ্ঞান।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম। সেখান থেকে এসে তারাবি নামাজ পড়েছি। এ বিষয়ে এখনো কিছু বলতে পারতেছি না। জেনে জানাব।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বাজারে বাজারে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ