চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আবু আহমেদ (৫৮) নামে ওই ব্যক্তি গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়ে পরদিন শনিবার ভোরে মারা যান। বান্দরবানের লামার বাসিন্দা আবু আহমেদ ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মারা যান বলে চিকিৎসকরা মৃত্যুসনদে উল্লেখ করেন। ডেঙ্গুতে চট্টগ্রামে এ নিয়ে গতকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের। এছাড়া চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৯ জন। এর মধ্যে নগরীতে ২ হাজার ৩৩৯ জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
এদিকে চলতি নভেম্বরে আক্রান্ত হয়েছেন ৬৭৪ জন এবং মারা গেছেন ১২ জন। গত মাসে অর্থাৎ অক্টোবরে মারা গেছেন ৯ জন এবং সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এই হিসেবে চট্টগ্রামে চলতি বছর নভেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৮৯ জন। দেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪১৫ জন। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৯৮৪ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯৩৯ জন পুরুষ, ১ হাজার ৬ জন নারী এবং ৬৬০ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১৯ জন, পুরুষ ১৪ জন এবং ৪ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত বছর নগরী ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকরি–বেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হয় ২৭১ জন এবং মারা যান ৫ রোগী।