চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার মাশেরা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরো ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সিভিল কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬ জন। চলতি নভেম্বরে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়া গতকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৩৩ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্য আরো জানা গেছে, মারা যাওয়া শিশু মাশেরার বাড়ি কঙবাজারের উখিয়া এলাকায়। তাকে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। চিকিৎসকরা তার মৃত্যু কারণ হিসেবে এঙপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম উইথ কার্ডিয়াক এরে উল্লেখ করেছে।












