চট্টগ্রামে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু আক্রান্ত আরো ৪৪ জন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৭০ বছর বয়সী এক বৃদ্ধা গতকাল মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। এর মধ্যে ১১ জনই নারী। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিলুয়ারা বেগম (৭০) নামে ওই বৃদ্ধার। তিনি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা। গত ১১ অক্টোবর তিনি ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১ জন, ২১ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ও ৪ জন নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি বছরে চট্টগ্রামে মোট ২ হাজার ৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০৮ জন মহানগরে এবং ৭৭৫ জন উপজেলায়। চলতি অক্টোবরের ১২ দিনে আক্রান্ত হয়েছে মোট ৫৭৮ জন। এছাড়া জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন, জুলাইয়ে ১৯৮ জন, আগস্টে ২০২ জন ও সেপ্টেম্বরে ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

গতকাল পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মোট ১৭ জন মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছেন ১১ জন। মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ১১ জন নারী এবং ২টি শিশু রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
পরবর্তী নিবন্ধএমন রাষ্ট্র গঠন করব, যেন দুনিয়ার সামনে গর্ব করতে পারি