চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং নতুন করে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মর্জিনা বেগম নামে এ নারী গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম গতকাল বিকেলে জানিয়েছে, ৩৫ বছর বয়সী মর্জিনা বেগমকে ৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হলো। খবর বাসসের।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬৩ জনে। এদের ২ হাজার ১৩ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৪৫০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি–বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২১৪ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিনে চট্টগ্রামে ৩ জনের মৃত্যু এবং ৬৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নগরীর ৪৬২ জন ও বিভিন্ন উপজেলার ২২৫ জন। গত জুলাই মাসে ১৬ জনের মৃত্যু এবং ২ হাজার ৩১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি।