চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৭৬ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৫৬ জন। তবে গতকাল কোনো ডেঙ্গু রোগী মারা যাননি। গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৬ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৫৭ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন রোগী। এছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮১ জনের। চলতি অক্টোবরে মারা গেছেন ৭ জন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসনের স্মার্ট স্কুল বাস প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত
পরবর্তী নিবন্ধশ্রীলংকার নাটকীয় ব্যাটিং ধস অস্ট্রেলিয়ার অনায়াস জয়