চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন রাঙ্গামাটি জেলার দুখী চাকমা (৪৯) এবং নগরীর সিরাজউদ্দৌলা রোডের বাসিন্দা তাহসিন আজমি (২৮)। এ নিয়ে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে যারা মারা গেছেন, তাদের মধ্যে সাতজনেরই মৃত্যু হয়েছে জুলাইয়ে। এছাড়া আগস্টের প্রথম তিন দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। এ বছর মোট ৯৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ১ হাজার ২৪২ জন চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, দুখী চাকমা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান। এছাড় তাহসিন আজমি নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে রোববার ভর্তি হয়েছিলেন।