চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. এমরানের (২০) মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন।

মো. এমরান কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১০ জনের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬ জনের মধ্যে ২৪ নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৫।

এর আগে গত বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে রোকসানা খানম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ বছর ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর চট্টগ্রামে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হন। মারা যান ১০৭ জন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিদেশি রাইফেল ও গোলাবারুদসহ অস্ত্র ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধউখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক