চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চক্রের চার সদস্য গ্রেফতার

| রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৫:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির ডবলমুরিং মডেল থানা পুলিশ।

গত ১০ অক্টোবর ভোরে পাহাড়তলীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুরশীদ আলমকে অপহরণ করে তার রিকশা ছিনিয়ে নেয় চক্রটি।

ওসি মোঃ বাবুল আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে আরও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে বাবর আলী, সুমন ও মূল হোতা আবুল হাশেমকে গ্রেফতার করে পুলিশ।

তাদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরে ডাকাতি ও অপহরণ চালিয়ে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মাদক ও সিএনজিসহ ১১ জন গ্রেফতার