চট্টগ্রামে জাতীয় পার্টির মনোনয়নপত্র নিলেন যারা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টি লাঙ্গলের মনোনয়ন নিয়েছেন দলের প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম১ মীরসরাইয়ে আসনে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মো. এমদাদ হোসাইন চৌধুরী।

চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের জন্য দলীয় মনোনয়ন নিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পাটির সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক সফিউল আলম লিটন।

চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসনের জন্য দল থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক এম এ সালাম ও জাতীয় পার্টি উত্তর জেলার আহ্বায়ক সালেহ মজিব প্রিন্স।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন ফরম নিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার।

চট্টগ্রাম৫ আসন হাটহাজারী আসনের জন্য মনোনয়ন নিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

চট্টগ্রাম৬ রাউজান আসনের জন্য মনোনয়ন নিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম উত্তরের সদস্য সচিব মো. সফিক উল আলম।

চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনে মনোনয়ন নিলেন জাতীয় যুব সংহতি চট্টগ্রাম উত্তরের সাধারণ সম্পাদক মুছা আহমেদ রানা।

চট্টগ্রাম৮ চান্দগাঁওবোয়ালখালী আসনে দল থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পাার্ট প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

চট্টগ্রাম৯ কোতোয়ালী আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সানজিদ রশিদ চৌধুরী।

চট্টগ্রাম১০ ডবলমুরিং আসনে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামাল ও সহ সভাপতি আবু তাহের।

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে মনোনয়নপত্র নিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

চট্টগ্রাম১২ আসনে মনোনয়ন নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক নুর ছাপা সরকার।

চট্টগ্রাম১৩ আসনে মনোনয়নপত্র নিয়েছেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আবদু বর টিপু।

চট্টগ্রাম১৪ আসনের মনোনয়ন নিলেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আ জা মো অলি উল্লাহ চৌধুরী মাসুদ।

চট্টগ্রাম১৫ আসনে মনোনয়নপত্র নিয়েছেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এম এ সালাম।

চট্টগ্রাম১৬ আসনের মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি, সাত সপ্তাহ পর শান্ত গাজা
পরবর্তী নিবন্ধ৪৫,৪০৭ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হচ্ছে