চট্টগ্রামে ছিনতাইয়ের হিড়িক!

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক রাজধানী ও বিভাগীয় শহর। যেখানে ক্রমশ ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি বেড়েই চলছে। পুরো শহর যেন ছিনতাইকারীর আতঙ্কে স্তব্ধ। বিশেষভাবে ওয়াসা মোড়, জিইসি, দুই নাম্বার গেইট, নিউ মার্কেট, চকবাজার, টাইগার পাস এবং আগ্রাবাদ এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা স্বাভাবিক। গত কয়েকদিনের ব্যবধানে ওয়াসা মোড় থেকে শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষকের মোবাইল ছিনতাইকারী প্রকাশ্যে ছিনিয়ে নেয়। দিবালোকে মানুষের সামনে দিয়ে মোবাইল নিয়ে হেঁটে গেলেও মানুষ ছিনতাইকারীর হাতে থাকা অস্ত্রের ভয়ে প্রতিরোধ করেনি। নিকটস্থ থানায় সাথে সাথে জিডি করার পরেও দায়িত্বরত পুলিশের খামখেয়ালিতে মিলছেনা হারানো মোবাইল ফোন। অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছেন। স্থানীয় বাস ও রিকশা চালকের তথ্যমতে, শহরের বিভিন্ন স্থানে দৈনিক ২০৩০টি মোবাইল ছিনতাই হয়। অপরাধ দমনে সেনাবাহিনী, বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি ও ওসি মহোদয়ের পাশাপাশি সিটি কর্পোরেশনের সুদৃষ্টি আকর্ষণ করছি।

মো. মাহাদী হাছান

সহকারী শিক্ষক, শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধআবদুস সাত্তার চৌধুরী : পুঁথিবিশারদ ও লোকসাহিত্য সংগ্রাহক