চট্টগ্রামে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

আজাদী অনলাইন | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৩:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কোতোয়ালী থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে গতকাল শনিবার তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলো, ফয়সাল আহমেদ রবিন (২০), মোঃ ফরহাদ আহমেদ আকাশ (২১), এলড্রিক পোপ এ্যালেন (২২), মোঃ হোসেন (২০) ও মোঃ ওসমান গনি রনি (২৫)।

কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন দৈনিক আজাদীকে বলেন, তারা নেভাল এলাকা, ফিসারীঘাট মাছ বাজার এলাকা, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার, রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, ষ্টেশন রোড এলাকার পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে উখিয়ায় ভেসে আসলো মরদেহ
পরবর্তী নিবন্ধখুলশীতে চুরি হওয়া মালামাল সহ কাভার্ডভ্যান উদ্ধার, ১ জন গ্রেফতার