চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসা পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গড়ে ওঠা ‘ফকিরনীর হাট’ নামে অস্থায়ী পশুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহত রিয়াদ বড়উঠান ফাজিলখার হাট এলাকার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে হাটে গিয়েছিল সে। হাটে ঢোকার পরপরই হাসপাতালের দেয়ালে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারে শরীর স্পর্শ করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, রিয়াদের শরীরের একাধিক অংশে মারাত্মক দগ্ধ হয়েছে।
বাজারটির তদারকির দায়িত্বে থাকা বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সাজ্জাদ হোসেন বলেন, “বাজারটি ইজারা হয়নি। তবে স্থানীয় বিএনপি নেতারা করছে। আজকের ঘটনাটি সত্য, তবে আহত ছেলের পরিচয় জানা যায়নি।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, “সড়কে যানজট এড়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে।” তবে দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য তিনি দেননি।
বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় বিদ্যুৎ সংযোগের দায় কার—তা নিয়েও চলছে গড়মিল। পিডিবির কর্মকর্তা রেজাউন্নবী বলেন, “ঘটনাটি জানা ছিল না। তবে ওই মাঠের সংযোগ আমাদের নয়, এটি সম্ভবত পল্লী বিদ্যুতের।”
অন্যদিকে কর্ণফুলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম বলেন, “ওই লাইনের মালিকানা আমাদেরও নয়, সম্ভবত পিডিবির।”
এদিকে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেবুননেসা বলেন, “বিষয়টি এখন আপনার কাছ থেকে শুনলাম। জনগণের ভোগান্তি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঠে বাজার বসানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।”












