শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ক্রমবর্ধমান ভূমিকা এবং আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ কর্মশালা। ‘এআই অ্যান্ড দ্য ফিউচার অব এডুকেশন–লার্ন থ্রু গুগল ফর এডুকেশন টেকনোলজিস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি) এবং ইউটিএস কলেজ বাংলাদেশ। গত শনিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এই কর্মশালাটি পরিচালনা করেন বেরি ও ইউটিএস কলেজ বাংলাদেশ–এর ফাউন্ডার এবং আরএমআইটি ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া)-এর শিক্ষক ড. আরিফ জোবায়ের। কর্মশালায় তিনি শিক্ষাক্ষেত্রে গুগল ফর এডুকেশন প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবর্তিত ভূমিকা নিয়ে বিস্তারিত ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন। কর্মশালা শেষে বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। প্রযুক্তিকে ভয় না পেয়ে কীভাবে তা শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকরভাবে ব্যবহার করা যায়– সে বিষয়ে শিক্ষকদের প্রস্তুত হতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম মঈনুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ও প্রিমিয়ার ইউনিভার্সিটি–ইউটিএস কলেজ বাংলাদেশের যৌথ প্রোগ্রামের মেইন কন্টাক্ট ফারজানা ইয়াসমিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম, প্রফেসর ড. মোহাম্মদ খালিদ আফজাল, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী ডিন চারমেইন রড্রিগস, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. মো. সারওয়ার উদ্দিন, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জি. মো. মুজাম্মেল হক, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ফারজানা আমিন এবং ব্রিটিশ কাউন্সিলের টেকনিক্যাল সাপোর্ট অফিসার আহমেদ রেজা শাহ। প্রেস বিজ্ঞপ্তি।












