চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪ জন

আজাদী অনলাইন | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ২:০১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৩৫ শতাংশ। এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রোববার (১৯ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৪ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৯৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৬৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখপুত্র
পরবর্তী নিবন্ধআকবরশাহ এলাকায় ঘর থেকে বের হতে না পেরে আগুনে নারীর মৃত্যু