চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে জয়নাল আবেদীন সিদ্দিক নামের ঐ ব্যক্তি মারা যান। তার বাড়ি জেলার চন্দনাইশ উপজেলায়। করোনা আক্রান্ত হওয়ার আগে জয়নাল আবেদীন সিদ্দিক ডায়াবেটিক, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মাসের ২৭ জুন এক নারীর মৃত্যু হয়। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র শেষ হয়নি, ফের জোরেশোরে শুরু হয়েছে : তারেক রহমান
পরবর্তী নিবন্ধসিইউএফএলে তিন মাসে ক্ষতি ৪০৫ কোটি টাকা