চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ০.৭৫ শতাংশ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন একজন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৭৫ শতাংশ।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে গতকাল ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ব্যক্তিটি শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৭৩৫ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৪৪ জন এবং গ্রামের ৩৪ হাজার ৮৯১ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রামের একমাত্র সংক্রমিত ব্যক্তি শনাক্ত হন এভারকেয়ার হসপিটাল ল্যাবে। এখানে ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১৮, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯, এপিক হেলথ কেয়ারে ৯, মেট্রোপলিটন হাসপাতালে ১৫ এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৪ টি নমুনা পরীক্ষা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে রাজপথে প্রতিহত করা হবে
পরবর্তী নিবন্ধমমতা ক্লিনিক হতে চুরি হওয়া শিশু আনোয়ারায় উদ্ধার, আটক ৩