চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকির বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খুলশী থানায় প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। অমি দাশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি রাজিব দাশের ছেলে।
পুলিশ জানায়, ১২ আগস্ট রাতে কমিশনার মাঠে মোতায়েন কর্মকর্তাদের উদ্দেশে ওয়াকিটকিতে নির্দেশ দেন, যেখানে তিনি লাইভ অ্যামুনিশন ব্যবহারের পাশাপাশি অস্ত্র বা ধারালো কিছু দেখামাত্র গুলি চালানোর কথা বলেন। এই বার্তার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনের ভেতরে উদ্বেগের সৃষ্টি করে এবং তদন্তে বেরিয়ে আসে যে বার্তাটি ফাঁসের সঙ্গে কনস্টেবল অমি দাশ জড়িত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, “অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়াটা গুরুতর অপরাধ। তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”