চট্টগ্রামে ওএমএস ডিলারকে অপহরণ করে নির্যাতন, মামলা 

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামে মধ্যযুগীয় কায়দার আনোয়ার হোসেন (৫৫) নামে একজন ওএমএস ডিলারকে অপহরণ করে নিয়ে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর আদালতে মামলা দায়ের করেন নির্যাতের শিকার আনোয়ার হোসেন।

মামলায় আসামি করা হয়েছে আবু ছালেহ, সায়মন ও মো. আবিরকে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, সোমবার (৬ মে) সকালে সৈয়দ শাহ রোডের একটি বাড়িতে বেঁধে রেখে তার ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। এ সময় জাতীয় জরুরি ফোন নম্বর ৯৯৯ কল দেওয়া হলেও কেউ তাকে উদ্ধারে করেনি। এসময় ছয়টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়। রাত ১২ টার দিকে তাকে উদ্ধার করে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মামলার বাদি আনোয়ার হোসেন আজাদীকে বলেন, আমাকে অপহরণের পর মারধর ও নির্যাতনের করে তারা। এ সময় জরুরি সেবায় কল করে সহযোগিতা না পাওয়ায় আদালতে মামলা দায়ের করেছি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফলাফলে বাঁশখালীতে সেরা চাম্বল উচ্চ বিদ্যালয়
পরবর্তী নিবন্ধউপজেলা পরিষদ নির্বাচন : বোয়ালখালীতে প্রতীক পেলেন যারা