সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
জানা গেছে, চট্টগ্রামের তিন কেন্দ্রে অংশ নেয় ১০ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কেন্দ্রে ৪ হাজার ৮২৩ জন, চট্টগ্রাম কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৩৬ জন এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৭ জনের পরীক্ষা গ্রহণ করা হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার জানান, এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।