চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার অংশে অন্তত চারটি পিলারে ফাটল দেখা দেওয়া ও নির্মাণকাজ নিয়ে অনিয়ম-দুর্নীতির বিষয়ে পরিদর্শনে এসেছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনে তিন দিনের সফরে আসেন তারা। প্রকল্প এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করবেন উপকমিটির সদস্যরা। এ ছাড়া চট্টগ্রামে নিজেদের মধ্যেও বৈঠকও করবে এই কমিটি।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির বিষয়ে অভিযোগ রয়েছে। এসব প্রশ্ন তুলেছে খোদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিষয়টি তদন্তে করার জন্য গত ১০ জুন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে স্থায়ী কমিটি। কমিটির অন্য দুই সদস্য হলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং সংরক্ষিত আসনের সদস্য পারভীন জামান।
পরিদর্শন শেষে উপ কমিটির আহ্বায়ক চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ বলেন, আমরা প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। এখানে কমিটির সবাই উপস্থিত ছিলেন। আমরা অধিকতর তদন্ত করে রিপোর্ট আকারে দিব। সরকারের ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে কেউ অনিয়ম দুর্নীতি করে থাকলে ছাড় দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।