চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে শনাক্ত ৭১২, মৃত্যু ৩

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্তের কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর আগে বৃহস্পতিবারের প্রতিবেদনে চিহ্নিত হয়েছিল ৫৮ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭১২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যা এবছর একদিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি রোগী। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ ডেঙ্গু রোগীর। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবৃদ্ধি অব্যাহত থাকায় সংক্রমণ হারে এ ঊর্ধ্বগতি বলে জানাচ্ছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে কমতে শুরু করে। এবার উল্টো বাড়ছে। আজ (শনিবার) শনাক্তের সংখ্যা ৫৫, যা এলার্মিং। আমরা সিটি করপোরেশনকে জানিয়েছি। তারাও মশা নিধনে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, কিন্তু সুফল পাচ্ছি না।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বেশিরভাগ নগরীর বাসিন্দা জানিয়ে ডা. ইলিয়াছ বলেন, উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া, আনোয়ারা ও সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেশি ছিল; সেটা কমতে শুরু করেছে। কিন্তু নগরীতে এখনও বাড়ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। তবে ৬ অক্টোবরের প্রতিবেদনে সেদিন পর্যন্ত মৃতের সংখ্যা ৬ জন বলে জানানো হয়। এরপর ৭ অক্টোবর আরও একজনের মৃত্যুর খবর দেওয়া হয়। শনিবার পর্যন্ত জেলায় ১০৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এখনও ৫২ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭১২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৯৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১৩ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার
পরবর্তী নিবন্ধরাসমনি ঘাটে ১৫ মণ ইলিশ জব্দ