চট্টগ্রামে একদিনে শনাক্ত ১৩ করোনা রোগী

আজাদী অনলাইন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ১৩৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৭৭ শতাংশ। বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বিআইটিআইডি ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করে ২ জন, চমেক ল্যাবে ২০টি নমুনার মধ্যে ৬ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৯টি নমুনার মধ্যে ১ জন, আরটিআরএল ল্যাবে ১টি নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ারে ১৬টি নমুনা পরীক্ষায় ২ জন, এভারকেয়ার হাসপাতালে ৩টি নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৪টি নমুনা, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩০টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া যায়।

নতুন আক্রান্ত ৯ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩ হাজার ৯১৯ জন নগরের এবং ৩৪ হাজার ৯০৫ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মধ্যরাতে টিসিবির পণ্য নেওয়া হচ্ছিল মুদি দোকানে, মালামালসহ ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা