চট্টগ্রাম শহরের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচল বন্ধ এবং চালকদের হয়রানির প্রতিবাদে আয়োজিত সমাবেশ শুরু হতেই বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরুর আগেই বাসদ ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন বাসদের চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিনহাজ উদ্দিন ও এক রিকশাচালক মো. রুকন।
জেনা গেছে সমাবেশটি আয়োজন করেছিল ‘ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। সংগঠনটির দাবি, এসব পরিবহন লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। সরকার যদি এদের জন্য নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিটের ব্যবস্থা করে, তাহলে যানবাহনগুলো আরও নিরাপদ ও আধুনিক করা সম্ভব। এ নিয়ে তারা দীর্ঘদিন ধরেই ৭ দফা দাবি জানিয়ে আসছে।
সংগঠনের সদস্য সচিব মনির হোসেন বলেন, ‘আমরা যখন ব্যানার নিয়ে দাঁড়ালাম, তখনই পুলিশ এসে মাইক ভাঙে, ব্যানার কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের তিনজনকে ধরে নিয়ে যায়। মিনহাজকে মারধরও করা হয়েছে। একজন আহতকে হাসপাতালে নিতে হয়েছে।’
পুলিশ বলছে অভিযোগ মিথ্যা। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ওরা অনুমতি ছাড়া সমাবেশ করছিল এবং রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছিল। বোঝানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে। এরপর আমরা তিনজনকে আটক করি। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে।’
তাকে হালিশহর থানা হস্তান্ত করা হয়েছে।