চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৫৫ টি নমুনা পরীক্ষায় আরো ৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে আক্রান্তের হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২৮ জন এবং উপজেলার ২০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১ হাজার ৪৩৬ জনে দাঁড়ালো। এরমধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৪৮৫ জন ও উপজেলার ২৭ হাজার ৯৫১ জন। উপজেলা পর্যায়ে গত ২৪ ঘন্টায় শনাক্ত ২০ জনের মধ্যে সীতাকুণ্ডে ৭ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, পটিয়ায় ২ জন এবং রাউজান, ফটিকছড়ি, মিরসরাই, সাতকানিয়া ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু হযেছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৮৪ জন হয়েছে। এরমধ্যে নগরীর ৭০৮ জন ও উপজেলার ৫৭৬ জন। এ সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৫ জন। এ পর্যন্ত জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ হাজার ৩৪৭ জনে। এদের মধ্যে ১০ হাজার ৪৭৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন ও ৭৫ হাজার ৮৭৩ জন বাসায় চিকিৎসা নিয়েছেন। একই সময় কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন করে যুক্ত হয়েছেন ১২০ জন এবং ছাড়পত্র নেন ৪৮ জন। বর্তমানে ১ হাজার ৪৬৫ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বুধবার এসব তথ্য নিশ্চিত করেন।