চট্টগ্রামে আরো ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত

দেশে একদিনে ৪ মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৩৬৬ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে ১ হাজার ৪৯৪ জন্য এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮৭২ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

অপরদিকে সারা দেশে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ২ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার ৩০০ জন পুরুষ, ৬৪৭ জন নারী এবং ৪১৯ জন শিশু রয়েছে। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১২ জন, পুরুষ ৫ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মারা যান ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন। ২০২১ সালে আক্রান্ত হন ২৭১ জন এবং মারা যান ৫ জন।

পূর্ববর্তী নিবন্ধবাতিল হচ্ছে চট্টগ্রামের সব ওএমএস ডিলারশিপ
পরবর্তী নিবন্ধবিরোধের নেপথ্যে এলপিজি ব্যবসা নিয়ন্ত্রণ!