চট্টগ্রামে আরো ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে ৮১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানানো হয়।
সর্বশেষ শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের গতকাল পর্যন্ত ২৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। মারা যায় ৩ জন। গতবছর (২০২৩) ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়, এর মধ্যে ১০৭ জনের মৃত্যু হয়।