চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শেভরনের ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ। এছাড়া ১৬৫ জনের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৮০ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হওয়া মোট ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।

পূর্ববর্তী নিবন্ধ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি
পরবর্তী নিবন্ধপ্রবাসীদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর