চট্টগ্রামে আরও ৩ জনের মৃত্যু

নতুন শনাক্ত ১৩৭

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নগরীর ও ১ জন উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬২৫ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরীর ৪৪৭ জন ও উপজেলার বসিন্দা ১৭৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন ১৩৭ জন। ফলে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬৪২ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪২ হাজার ৬৯০ জন ও উপজেলার বাসিন্দা ১০ হাজার ৯৫১ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত মোট ৪ লাখ ৬৪ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৬৪২ জন। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩ জন নগরীর ও উপজেলার ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ১৭ জন ও উপজেলার ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরীর ৩৪ জন ও উপজেলার ১৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১২১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১০ জন নগরীর ও ৪ জন উপজেলার বাসিন্দার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজে ৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে একজনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়নি। এদিকে নগরীর শেভরণে ২৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে, যারা নগরীর বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নগরীর ২ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আরটিআরএল চট্টগ্রামে ৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নগরীর ৯ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নগরীর ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসংক্রমণ বাড়ছে দৈনিক শনাক্ত এক মাসের সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ২৮ ইউপি ও ৩ পৌরসভায় নির্বাচন ২১ জুন