চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনই জেলার বাসিন্দা। এ নিয়ে গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীর ৪৩২ জন ও জেলার ১৬১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১২টি নমুনা পরীক্ষা হলে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন। তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০৭ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪১ হাজার ৮০৯ জন ও জেলার ১০ হাজার ৪৯৮ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৩ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫২ হাজার ৩০৭ জনের। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১০ জন ও জেলার ১৮ জনের পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ৩১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৮জন ও জেলার ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৭ জনের পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটিতে ১৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০জন নগরীর ও জেলার ৭ জনের পজিটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনও শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৭ জন ও জেলার ১ জনের পজিটিভ শনাক্ত হয়। শেভরনে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৮ জন ও জেলার ১ জনের পজিটিভ শনাক্ত হয়। আরটিআরএলএতে ৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৭ জন ও জেলার ১ জনের পজিটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জন ও জেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন।