চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন – আমিনুর রহমান প্রঃ সায়েম (৩৩), মোঃ ইদ্রিস জীবন (৩৬), মোঃ ওসমান গনি (৫০), মোঃ কায়সার হামিদ (৩৬), মোঃ শফিকুল আলম (৪০), মোঃ শিপন (৩৩), জাফর আহম্মেদ (৬৫), মোঃ আবুল হোসাইন (৬০), মোঃ সানি, মোঃ রাব্বি হোসেন প্রকাশ হৃদয় (২৫), মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা (২৪), মোঃ তৌহিদুল ইসলাম (২৪), মোঃ আজগর আলী (৪৮), মোঃ আলমগীর মোঃ জলিল সরদার (৩৯), নিজামুল হক নিজাম (৩৫), মোঃ হালিম (৫৫), মোঃ আরিফুল ইসলাম রাবির (২৬), মোঃ খোরশেদ আলম (৪৪), মোঃ শাহজাহান (২৪), আব্দুল্লাহ প্রকাশ লোকমান (২৫), শেখ আব্দুল মান্নান (৫৯), মোঃ বেলাল হোসেন (৩৫) এবং মামুনুর রশিদ বাবু (৫৩)।
আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।