চট্টগ্রামে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামের জুন মাসের শুরু থেকে এ নিয়ে ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ডায়াগনস্টিক সাতজন, মা ও শিশু জেনারেল হাসপাতালে একজন, এপিকে একজন ও মেট্রোপলিটন হাসপাতালে ছয়জনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামে গত জুন থেকে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই মাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামের এক নারী।