চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ১৪৫ জন।

গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩টি ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শেভরনে ৭ জন, এপিক হেলথ কেয়ার, ন্যাশনাল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ৭ জন নারী এবং ৩ জন পুরুষ। এছাড়া ১৪৫ জনের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৭২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হওয়া মোট ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।

পূর্ববর্তী নিবন্ধডিসি-এসপিদের কর্তৃত্ব বাদ, ক্ষমতা পেল ইসি কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তাজিয়া মিছিল নিয়ে পুলিশের ৩২ নির্দেশনা