চট্টগ্রামে আজ মান বাঁচানোর লড়াই টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

দেশের মাটিতে টানা সাতটি সিরিজ জয়ের পর ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হলো বাংলাদেশ দল। যে দলটির বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা দীর্ঘদিন ধরে সে দলটির কাছেই কিনা সিরিজ হারতে হলো স্বাগতিকদের। অথচ গত বছরের শেষ দিকেও ভারতের মত দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে

 

নিয়েছে বাংলাদেশ। কিন্তু ইংলিশদের বিপক্ষে হতাশ করর। তাইতো আগের সাতটি সিরিজের মত এই সিরিজের শেষ ম্যাচটিতে চট্টগ্রামে আর সুখ স্মৃতি নিয়ে নামতে পারছেনা তামিমের দল। উল্টো মান বাঁচানোর সংগ্রামে নামতে হচ্ছে। কারণ এরই মধ্যে তিন ম্যাচের সিরিজে ২০ তে এগিয়ে ইংলিশরা। তাই আজকের ম্যাচটি নিজেদের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই।

অনেক দিন পর ঘরের মাঠে একটা ভিন্ন পরিবেশপরিস্থিতির মুখোমুখি টিম বাংলাদেশ। গত প্রায় ৭ বছর টানা ৭ সিরিজে চট্টগ্রামের ম্যাচ মানেই ছিল টাইগারদের প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের ম্যাচ। কিন্তু এবারে ভিন্ন মিশনে এসেছে বাংলাদেশ। ৭ বছর পর সিরিজ হেরেই নিজেদের লাকি ভেন্যু চট্টগ্রামে টিম

বাংলাদেশ। অন্যবারের মত তামিম বাহিনীর সামনে এবার আর তাই সিরিজ জয়ের হাতছানি নেই। আছে নিজেদের ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচার তাগিদ। ঘরের মাঠে প্রায় ৬ বছর সিরিজ হারের পর এবার ৯ বছর পর হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দেশের মাটিতে সবশেষ ২০১৪ সালের

ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সবকটি ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। এরপর ১৬ সিরিজের তিনটিতে হারলেও কোনোবার হোয়াইটওয়াশ হয়নি তামিমসাকিবরা। এই ধারা অক্ষুন্ন রাখতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ জয়ের কোনো বিকল্প নেই তামিমদের সামনে।

ঢাকার দুটি ওয়ানডেতে মোটেও প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেরা আগে ব্যাট করে হেরেছে আর পরের ম্যাচে পরে ব্যাট করে হেরেছে। দুই ম্যাচেই ছিল ইংলিশদের আধিপত্য। আর টাইগার ব্যাটারদের দ্বৈন্য দশা। আজকের ম্যাচে সেটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে যদি ম্যাচটা

জেতা যায়। যদিও তেমন আত্মবিশ্বাসী হতে পারছেনা বাংলাদেশ দল। যদিও গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টাইগার দলপতি তামিম, দলের সেরা তারকা সাকিব এবং কোচ চন্দিকা হাথুরুসিংহে মিলে উইকেট পরখ করেছেন গভীরভাবে। অবশ্য মিরপুরের উইকেট মোটেও বুঝে উঠতে পারেনি টাইগাররা প্রথম দুই ম্যাচে। তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে কতটা উইকেট বুঝতে পারবেন তামিমরা। আজ বেলা ১২ টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে দুই বসতঘরে ডাকাতি
পরবর্তী নিবন্ধঅস্ত্রের চালানের খবরে প্রাডো গাড়িতে মিলল চোলাই মদ