চট্টগ্রামে আগের দিনের তুলনায় বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ১১২ জন । যেখানে এর আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৫৭ জন। নতুন ১১২ শনাক্তের এ দিন ১ হাজার ৭৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৭৬ জন এবং উপজেলার ৩৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ১৩১ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন ও উপজেলার ২৭ হাজার ৮৩৭ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ হাটহাজারীতে ১৪ জন, রাউজানে ১০ জন, আনোয়ারায় ৪ জন, পটিয়া, বোয়ালখালী ও ফটিকছড়িতে ২ জন করে এবং লোহাগাড়া ও সীতাকুণ্ডে ১ জন করে ।
এদিকে একই সময় চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। ২ জনই উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ২৭৯ জন। এতে নগরীর ৭০৬ ও উপজেলার ৫৭৩ জন। জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ হাজারের মতো। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে ১০ হাজার এবং বাসায় চিকিৎসা নিয়েছেন ৭৪ হাজার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেন।