‘অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৫’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার কেন্দ্রগুলো ছিল –চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এবং গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়।পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি। এছাড়াও উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ নুরুন্নবী এবং সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।