চট্টগ্রামের সিমেন্ট ও রড ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের উদ্যোগে সিমেন্ট ও রড ব্যবসায়ীদের দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে গত শনিবার সকালে উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে এবং মহাসচিব লায়ন মো. ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম–১০ আসনের সাংসদ মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম ইন্ডাস্ট্রি পুলিশের এসপি মোহাম্মদ সুলাইমান, চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী, সিনিয়র সহ–সভাপতি এম এ মোনাফ, মিলনমেলা আয়োজন উপ–কমিটির আহবায়ক মোঃ আলী আকবর, সদস্য সচিব এম জাহাঙ্গীর কবির চৌধুরী জিকো, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, গোলাম মোঃ জুবায়ের, হাসান মুরাদ বিপ্লব, ওয়াসিম উদ্দিন চৌধুরী, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছবির আহমদ, চট্টগ্রাম লাইটার এসোসিয়েশনের সভাপতি শফিক আহমদ, সিমেন্ট মার্চেন্ট গ্রুপের সহ–সভাপতি আবুল কাশেম তালুকদার, মোঃ জসিম উদ্দিন, শেখ মোহাম্মদ মনসুর, অতিরিক্ত মহাসচিব মঈনুদ্দিন রিপন, যুগ্ম মহাসচিব মোসলেহ উদ্দিন সেলিম, অর্থ সচিব আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আলী আজগর রনি, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহানুর, পরিকল্পনা সম্পাদক মোঃ শফিউল আলম, নির্বাহী সদস্য এম এ মারুফ, রাকিব আহমদ চৌধুরী, মোহাম্মদ নাজের, মোহাম্মদ নাসির, ইয়াকুব আলী, শওকত আলম খান, মোহাম্মদ তসলিম উদ্দিন, রড সিমেন্ট উপকমিটির সদস্য মোঃ আজিজউদ্দিন, মাকসুদুল আলম, মোঃ শহিদুল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ মফিজ উদ্দিন, মোহাম্মদ আজিজুল হক, লায়ন মোহাম্মদ আনোয়ার আজিম, বদিউল আলম তুষার, আব্দুল্লাহ আল মামুন, সাইফুদ্দিন মোঃ সুমন, আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল নওশাদ, আলী আশরাফ সানি, আরাফাত বিন ইব্রাহিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোঃ নুরুল আফসার, মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।