চট্টগ্রামে অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় এক গ্যারেজ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্যারেজের মালিককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে টাইগারপাস বটতলা এলাকার সুমনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরে এলাকাবাসী সেখানে জড়ো হয়। পরে গ্যারেজের ভেতর থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্তি কর্মকর্তাি (ওসি) জানান, গ্যারেজ মালিক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যারেজটিতে অবৈধভাবে রেলওয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির SBS SG60 ডিনার অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রাইভেটকারে গরু নিয়ে পালালো চোর