ভোলা ডেভেলপমেন্ট ফোরামের আহ্বানে চট্টগ্রামস্থ ভোলা জেলার ২৫ টি সংগঠনের অংশগ্রহণে চট্টগ্রামে ভোলাবাসির ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান সেলিমের সঞ্চালনায় ও আহ্বায়ক লায়ন আতিকুল্লাহ বাহারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিডিএফের কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাসেম, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ এ কে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ভোলা সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রায়হান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদি কিরণ শর্মা। এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও এখনো ভোলা দেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত হয়নি অথচ ভোলা সকল ক্ষেত্রে স্বংয়সম্পূর্ণ। তাই দ্রুত ভোলা বরিশাল–সেতুর কাজ বাস্তবায়ন করে ভোলাকে দেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত করার দাবি জানাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব আলী আজগর, অর্থ সদস্য কাঞ্চন মাঝি, মিডিয়া সদস্য নুরনবী শাওনসহ মানববন্ধন বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা ভোলা বরিশাল সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন, ইলিশা–মতিরহাট ফেরীঘাটের কাজ বাস্তবায়নসহ ৮ দফা দাবি পেশ করেন। এ সময় ৮ দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।