চট্টগ্রামস্থ ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে এ সেবা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নতুন করে সেন্টার চালু সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালক ফের রিমান্ডে
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই