চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে এ সেবা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নতুন করে সেন্টার চালু সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।












