জাঁকজমক আয়োজনে ৫ শতাধিক চট্টগ্রামস্থ ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার চারগাছবাসী অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রাণবন্ত এ মিলনমেলা উপলক্ষে ছিলো নানান আয়োজন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ আয়োজন। ছিলো বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। দুপুরের মধ্যহ্নভোজের পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহিরুল আলম সাগর, আবদুল আঊয়াল মাসুম ও পাপিয়া পপি। মিলন মেলা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ আলম, আলমগীর হোসেন, আল মামুন, ওবাইদুল হক টিটু, ইউসুফুজ্জামান, আমজাদ হোসেন শামীম, ইকবাল হোসেন, ইছহাক মিয়া, ফারুক মিয়া, এনামুল হক জাসদ, বুলু গাজী, সাদ্দাম, জাবেদ, অপু। প্রেস বিজ্ঞপ্তি।