চট্টগ্রামস্থ বি. বাড়িয়া সিএন্ডএফ পরিবারের অভিষেক ও মিলনমেলা গত শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, চবির সাবেক রেজিস্টার ড. শাহ আলম, চট্টগ্রাম সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আখতার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু। বক্তব্য দেন, বি. বাড়িয়া সিএন্ডএফ পরিবারের সভাপতি মিনহাজুল করিম, সাধারণ সম্পাদক দেওয়ান জয়নুল আবেদীন, চট্টগ্রামস্থ বি. বাড়িয়া সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন, জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব শরীফুল ইসলাম, প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান সাগর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. শাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন কাজী মারুফুর রহমান শিমুল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাসনিম যারিম ইসমি এবং সুপ্রিয়া চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।