চট্টগ্রামসহ সারা দেশে জেলা আদালতের ২৩০ বিচারককে বদলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের ১৯ জেলায় ৪১ জন জেলা জজসহ একযোগে জেলা আদালতের ২৩০ বিচারককে গতকাল পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।

এর মধ্যে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরাকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন করে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউর রহমান। তিনি বর্তমানে ঢাকার বিভাগীয় বিশেষ জজ হিসেবে কর্মরত রয়েছেন। পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন করে নিয়োগ পেয়েছেন মো. সোহাগ তালুকদার। তিনি বর্তমানে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমিকে চট্টগ্রামের দেওলিয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামের পরিবেশ আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসাইনকে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন করে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমদ সাঈদ। প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৮ অগাস্টের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধলুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সড়কের গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা