চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঢাকা-চট্টগ্রাম রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ৭টায় ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইমামবাড়ী এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া ও ঢাকাগামী মহানগর গৌধুলী ইমামবাড়ী স্টেশনে আটকা পড়ে।
স্টেশন সূত্র জানায়, সন্ধ্যায় সোয়া ৬টায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমামবাড়ী এলাকায় চট্টগ্রাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট এই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ইঞ্জিন ঠিক করা হলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কন্ট্রোল অফিস থেকে জানানো হয়, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। একঘণ্টা পর আবার ট্রেন চলাচল শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধকে অজুহাত বানিয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি
পরবর্তী নিবন্ধসুপার লিগের শীর্ষে বাংলাদেশ