চট্টগ্রামকে স্মার্ট নগরে পরিণত করতে চাই কার্যকর ব্যবস্থা

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার জন্য এখন থেকে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ হিসেবে কাজ করবে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ ঠিক করা হয়েছে। এগুলো হলোস্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। এ চারটি স্তম্ভের আলোকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে কানেক্টিভিটি (অবকাঠামো উন্নয়ন), মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ, ফ্রিল্যান্সারদের উন্নয়ন ও প্রশিক্ষণ এবং ইভেন্ট ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজনে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সফলতার ধারাবাহিকতায় ২০৪১ সালের মধে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের অর্থনীতি, শিল্প, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আর্থিক খাত, ইত্যাদির দক্ষতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্বের সমপর্যায়ে নেয়ার লক্ষে ৫ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রীসহ ৩০ সদস্য বিশিষ্ট স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ ২০৪১ প্রতিষ্ঠার জন্য এখন থেকে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ হিসেবে কাজ করবে।

এমন অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ড ‘স্মার্ট ওয়ার্ড’ এ রূপান্তর করা হচ্ছে বলে জানা গেছে। দৈনিক আজাদীতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওয়ার্ডগুলো হচ্ছে ১৪ নং লালখান বাজার, ১৫ নং বাগমনিরাম এবং ২১ নং জামালখান। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরসহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তারা। একইসঙ্গে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে চসিক। এর মধ্যে উন্মুক্ত ডাস্টবিন অপসারণ ও উৎসে বর্জ্য পৃথকীকরণে ঘরে ঘরে তিন ধরনের বিন সরবরাহসহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নেটওয়ার্কিং সিস্টেম গড়ে তুলতে প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। এছাড়া ওয়ার্ডগুলোতে থাকবে না ওভারহেড ক্যাবল বা ঝুলন্ত তার। লাগানো যাবে না পোস্টার। ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদের পাশাপাশি পুর্নদখল রোধে প্রতিদিন মনিটরিং করতে বিশেষ টিম নিয়োগ করা হবে। ওয়ার্ডগুলোর যানজট নিয়ন্ত্রণেও নেয়া হবে বিশেষ উদ্যোগ। তিন ওয়ার্ডের প্রতিটির সম্পূর্ণ এলাকাকে সিসিটিভি’র মনিটরিংয়ের আওতায় আনা হবে। গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিসের জন্য বিশেষ বুথও স্থাপন করার পরিকল্পনা আছে। চসিক সূত্রে জানা গেছে, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগের আওতায় চট্টগ্রামকে প্রথম স্মার্ট জেলা করতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর অংশ হিসেবে চসিকের সঙ্গে গত কয়েক মাসে একাধিক বৈঠক করে জেলা প্রশাসন। যেখানে লালখান বাজার, জামালখান ও বগমনিরামকে স্মার্ট ওয়ার্ডে রূপান্তরের সিদ্ধান্ত হয়। স্মার্ট ওয়ার্ড নিয়ে লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর একটি প্রোফাইলও তৈরি করে। যার সঙ্গে বাকি দুই ওয়ার্ড সমন্বয় করে একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বলা বাহুল্য, এই চট্টগ্রাম বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণসহ নিত্যনৈমিত্তিক সমস্যায় জর্জরিত। মাঠের সংখ্যা কমছে। পার্ক তো নেই। দিন দিন বিলীন হচ্ছে সবুজ। জলাবদ্ধতায় নাকাল হতে হচ্ছে প্রতিনিয়িত। মশার উৎপাত দিনরাত। এডিস মশার কামড়ে তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ফুটপাতের পরিসর সীমিত হচ্ছে। যানজটে পড়ে কোটি কোটি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যত্রতত্র ময়লাআবর্জনা। রয়েছে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি। জীবনযাত্রার ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ছে। তবু মানুষ শহরে আসছে। ভালো চিকিৎসা, ভালো শিক্ষা, কর্মসংস্থান এখনো শহরকেন্দ্রিক।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, স্মার্ট পরিবহন ব্যবস্থা এবং নির্দিষ্ট স্থানে পার্কিং, স্মার্ট ইলেক্ট্রিক কেবল ম্যানেজমেন্ট প্রভৃতি বাস্তবায়নের মাধ্যমে চটগ্রামকে একটি স্মার্ট নগরে পরিণত করার পরিকল্পনা আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করার পর আনুষ্ঠানিকভাবে স্মার্ট ওয়ার্ড এর বিষয়টি ঘোষণা দেয়া হবে। এর আগে বর্জ্য ব্যবস্থাপনা এবং ওভারহেড ক্যাবল বা ঝুলন্তভাবে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট, কেবল টিভি নেটওয়ার্কের তার (ডিশ সংযোগ) ও জেনারেটর ব্যবসা প্রতিষ্ঠানের তার নিয়ন্ত্রণ এবং ফুটপাত অবৈধ দখলমুক্তসহ কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। লালখান বাজার ওয়ার্ডে ওভারহেড ক্যাবল নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য ওয়ার্ডগুলোর প্রতিটি হোল্ডিংয়ে তিনটি করে বিন সরবরাহ করা হবে। এর একটিতে কঠিন বর্জ্য, একটিতে প্লাস্টিক বর্জ্য এবং একটিতে গৃহস্থলী বর্জ্য ফেলবেন ঘরের বাসিন্দারা। যা কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এসে সংগ্রহ করে নিয়ে যাবেন।

জলাবদ্ধতা, সবুজ কমে যাওয়া, যানজট, বায়ুদূষণ, ডেঙ্গুতে মৃত্যুএগুলো কমন ও পুরোনো সমস্যা। এসব সমস্যা সমাধানের পথ বের করতে হবে। শহরকে স্মার্ট নগরীতে পরিণত করতে দরকার কার্যকর ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে