চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে চাই

বাস্থইর সাথে মতবিনিময়কালে সিডিএ চেয়ারম্যান

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে মতবিনিময় সভা করেছেন চ্যাপ্টারের চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের নেতৃত্বে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টার কমিটি (বাস্থই)। গত ৯ জুলাই সিডিএর কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে চাই। শুধু ইটপাথরের বস্তি উপহার দিয়ে যেতে চাই না। তাই আমাদের সবাইকে একে অপরের সহায়ক হিসেবে যৌথভাবে এ কাজ করতে হবে। বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দ, সিডিএ চেয়ারম্যানের পরিকল্পনা বাস্তবায়নে, টেকসই, বাসযোগ্য ও পরিবেশবান্ধব আধুনিক চট্টগ্রাম গড়তে যৌথভাবে কাজ করবেন এবং সিডিএকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ স্থপতি ইন্স্‌টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ স্থপতি বিজয় শঙ্কর তালুকদার, স্থপতি আব্দুল্লাহ রুম্মান, স্থপতি হোসেন মুরাদ, স্থপতি আদর ইউসুফ, স্থপতি মো. শওকত হোসাইন, স্থপতি মো. মঈনূল হাসান। এছাড়াও সিডিএর পক্ষে সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামাল, ঊর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী এবং অথরাইজড অফিসার০২ প্রকৌশলী তানজিব হোসেন সভায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধসড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ