চট্টগ্রাম –৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদে আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে এ প্রচারণার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক নগরীতে রূপান্তর করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। ডা. একেএম ফজলুল হক একজন সৎ, দক্ষ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাই নগরবাসীর কল্যাণে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম–৯ আসনের মানুষ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ এ পরিবর্তনের প্রতীক হবেন ডা. ফজলুল হক।
কোতোয়ালী থানার আমির আমির হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় প্রচারণা সভায় প্রধান বক্তা ছিলেন –মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন– জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান। উপস্থিত ছিলেন–নেজাম ইসলাম পার্টি মহানগরীর নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগরীর যুগ্ম আহ্বায়ক বিজয় কৃষ্ণ দাশ, কোতোয়ালী থানা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবরার সাঈদ, কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণের সভাপতি হামিদুল ইসলাম, কোতোয়ালী থানা নেজামে ইসলাম পার্টির সভাপতি মুহাম্মদ ইসমাঈল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












