চট্টগ্রাম-৮ আসনে শাপলা কলির প্রচারণায় জোবাইরুল আরিফ

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশের একাংশ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল আরিফ। তিনি তাঁর প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে দিনভর এলাকায় গণসংযোগ করেন।

গতকাল বৃহস্পতিবার নির্বাচনী এলাকার রৌফাবাদ, শহীদ নগর সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও মহল্লায় ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন জোবাইরুল আরিফ। এ সময় স্থানীয় বাসিন্দাদের দ্বারে দ্বারে গিয়ে তিনি তাদের সমস্যার কথা শোনেন। প্রচারণাকালে বয়োবৃদ্ধ মায়েরা জোবাইরুল আরিফকে সন্তানের মত জড়িয়ে ধরে মনের কথা ব্যক্ত করেন এবং নতুন নেতৃত্বের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা রাখছেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় জোবাইরুল আরিফ বলেন, আমাদের মায়েরা তাদের সন্তানদের উপর যে ভরসা রাখছেন, তা কখনো বিফলে যেতে দিবো না। তিনি আরও মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ পলাতক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে জিম্মি ও অবহেলার মধ্যে ছিল। এখন কোনো নতুন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আর ছেড়ে দেওয়া যাবে না। গণসংযোগে ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার ভোটার উপস্থিত ছিলেন। কয়েকজন ভোটার জানান, তারা এবারের নির্বাচনে পরিবর্তন প্রত্যাশা করছেন এবং জোট প্রার্থী হিসেবে জোবাইরুল আরিফকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক যুবফ্রন্ট মহানগর শাখার আলোচনা সভা
পরবর্তী নিবন্ধ৪০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ